রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্বেষ দূর করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডেপুটি স্পিকার

বাগেরহাট প্রতিনিধি: ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্বেষ দূর করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জনসচেতনতা সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে সংবাদপত্রের দায়িত্বশীল অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশ গড়তে সাংবাদিকতার সাহসী ভূমিকা চির স্মরণীয়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি দমনেও রয়েছে তাদের অসামান্য অবদান।’ রবিবার বাগেরহাট প্রেসক্লাবের চার দশক পূর্তি উৎসবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া এসব কথা বলেন।

Bagerhat Press club rally
বাগেরহাট প্রেসক্লাবের ৪ দশক পূর্তি উৎসবে আনন্দ র‍্যালি।

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: শাহ আলম টুকুর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন, হেপী বড়াল এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বারের সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, প্রাক্তন সভাপতি এবিএম মোর্শারফ হুসাইন প্রমুখ।

উৎসবের স্মৃতি ধরে রাখতে উৎসব স্মারক ও শুভেচ্ছা স্মারক প্রদান এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.