শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে: হুইপ ইকবালুর রহিম এমপি

রতন সিং, দিনাজপুর: প্রধানমন্ত্রীর বিমান দুর্ঘটনাকে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, স্বাধীন বাংলাদেশকে পরাধীন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। নিছক বিমান দুর্ঘটনা নয়, মনুষ্য সৃষ্ট এ বিমান দুর্ঘটনার চেষ্টা সুদূর প্রসারী ষড়যন্ত্র।

বুধবার দুপুরে দিনাজপুর শহরে মুন্সিপাড়া নাজমা রহিম ফাউন্ডেশনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীকে বহনের জন্য নির্ধারিত এই বিমানের সৃষ্ট ত্রুটির ঘটনা থেকে স্পষ্ট হয় যে, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী এখনোও তৎপর। এদের মদদ যোগাচ্ছে বিএনপি, জামায়াত। জননেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না।

এদিকে বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে রংপুর বিভাগীয় ন্যাশনাল ফিজিক্স অলম্পিয়ার্ড উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.