জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলায় মটর সাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো একজন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ১৬ ডিসেম্বর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে যুবলীগ কর্মী শোভন হোসেন (২৪), সৈকত (২৩) ও রনি (২০) উপজেলার চিলা ইউনিয়ন থেকে পৌর শহরে ফিরছিল।
পথিমধ্যে হলদিবুনিয়ার জালচেরা এলাকায় পৌঁছালে তাদের ব্যবহৃত মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শোভন ও সৈকত নিহত হয়। এদিকে গুরুতর আহতাবস্থায় রনিকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার।
নিহত সৈকত কবরস্থান রোড এলাকার আলমগীর হোসেনের ছেলে আর শোভন কলেজ রোডের মো: শাহাদাৎ’র ছেলে বলে জানিয়েছে পুলিশ।