মোংলায় তিন দিনব্যাপী বই মেলা শুরু

জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস মহান ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে মংলায় তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। মংলা পোর্ট পৌরসভার আয়োজনে সোমবার সন্ধ্যায় পৌর শহীদ মিনার চত্বরে এ বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: জুলফিকার আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আ: সালাম, আবু হানিফ, পৌর কাউন্সিলর আলাউদ্দিন, মো: রাজ্জাক ও মো: বাবুল চৌধুরী।

মোংলায় এই প্রথমবারের মতো পৌর কর্তৃপক্ষের আয়োজনে বই মেলার আয়োজন করা হয়েছে। প্রথম দিন সোমবার সন্ধ্যায় মেলায় বিভিন্ন বয়সের মানুষের ভিড় জমে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.