শেরপুরে স্বাধীনতা দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন নকলা দল

হাকিম বাবুল, শেরপুর: শেরপুর সদর উপজেলা দলকে হারিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নকলা উপজেলা দল।

সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে নকলা উপজেলা দুটি লোনাসহ ৩৯-৩৬ পয়েন্টে সদর উপজেলাকে পরাজিত করে।

নকলার রেইডার ইসরাফিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন নকলা দলের খেলোয়াড়রা।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলা দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে অংশগ্রহণ করে।

বিপুল সংখ্যক দর্শক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করে। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, কাবাডি উপ-কমিটির সভাপতি সুব্রত দে ভানুসহ অন্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.