গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি’র আয়োজনে তিন দিনের প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের ২১ জন রিপোর্টার ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের “কালেক্টিভ রেসপনসিবিলিটি, অ্যাকশন অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি ফর ইমপ্রুভড নিউট্রিশন” প্রকল্পের আওতায় পুষ্টি সুশাসনে গণমাধ্যম তৎপরতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এ প্রশিক্ষণে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) কারিগরি সহায়তা প্রদান করে।
প্রশিক্ষণে পুষ্টি সুশাসনের ধারণা ও উপাদান, বাংলাদেশে পুষ্টি সুশাসন পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়, পুষ্টি সুশাসন উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা ও রিপোর্টিং আঙ্গিক ইত্যাদি বিষয়গুলো আলোচিত হয়। এছাড়াও ছিল বিশেষজ্ঞদের সঙ্গে অংশগ্রহণমূলক সংলাপ, মাঠ পরিদর্শন ও ভবিষ্যৎ লেখালেখির জন্য রিপোর্টিং পরিকল্পনা।
বিএনএনসি’র পরামর্শক ডা. মহসীন আলী, উপ-পরিচালক ডা. নুসরাত জাহান, সমষ্টি’র পরিচালক ও চ্যানেল আইয়ের জেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান, অধ্যাপক ড. এস এম শামীম রেজা, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কনসোর্টিয়াম ম্যানেজার ইমরানুল হক প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন।

আয়োজনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বিএনএনসি’র পরিচালক ডা. জুবাইদা নাসরীন। এদিন অংশগ্রহণকারীরা পুষ্টি সুশাসন বিষয়ক সংবাদযোগ্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে একটি প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম ও বিএনএনসি’র উপ-পরিচালক ডা. নুসরাত জাহান।
প্রশিক্ষণের দ্বিতীয় দিন মাঠ পরিদর্শনের অংশ হিসেবে অংশগ্রহণকারী সাংবাদিকরা বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অধ্যাপক ড. মফিজুর রহমানের সঞ্চালনায় এ অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনএনসি’র মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। এছাড়া বিএনএনসি’র ডা. জুবাইদা নাসরীন, ডা. আকতার ইমাম ডা. নুসরাত জাহান ডা. তাহেরুল ইসলাম খান ডা. নাজিয়া আন্দালিব ডা. মো. ফজলে রাব্বি প্রমুখ প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক জাতীয় কর্মসূচিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিএনএনসি’র ভূমিকা এবং কার্যপ্রণালি সম্পর্কে অংশগ্রহণকারী সাংবাদিকদের অবহিত করেন।
শেষ দিনে সাংবাদিকরা পুষ্টি সুশাসন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রিপোর্টিং পরিকল্পনা প্রণয়ন করেন। এ পর্বে সহায়তা করেন অধ্যাপক শামীম রেজা। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন বিএনএনসি’র উপ-পরিচালক ডা. আকতার ইমাম, কনসার্ন ওয়ার্ল্ডওয়াডের যোগাযোগ সমন্বয়ক আফরোজা শারমিনসহ অন্যরা। প্রশিক্ষণ সমন্বয়ন করেন সমষ্টি’র কর্মকর্তা সাজিয়া আফরীন।
– নিজস্ব প্রতিবেদক