প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অসামান্য অর্জনের জন্য পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
এশিয়া-সেরা বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বোনাস হিসাবে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। এশিয়া কাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের প্রতি ক্রিকেটার পেয়েছেন এক লাখ টাকা এবং কোচিং স্টাফের সদস্যরা পেয়েছেন ৫০ হাজার টাকা করে। ১৭ই ডিসেম্বর দুবাইয়ে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।
তাদের পরের মিশন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্ট সাউথ আফ্রিকায় শুরু হচ্ছে ১৯শে জানুয়ারি। এর মধ্যে, এশিয়া কাপ জেতা ১৫ জন ক্রিকেটার নিয়ে গড়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড। বিশ্বকাপ মিশনে ৭ই জানুয়ারি সাউথ আফ্রিকা রওনা হচ্ছেন তারা। টুর্নামেন্টের ‘এ’ গ্রæপে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।