দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে নাশকতাসহ অনাকাঙ্ক্ষি ঘটনা প্রতিরোধে বুধবার রাতে মহাখালীতে তল্লাশি চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
গুরুত্বপূর্ণ এলাকা এবং রাজপথের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। র্যাব ১-এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কেউ যাতে কোনো অনাকাঙ্ক্ষি ঘটনা ঘটাতে না পারে সেজন্য নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।