দেশের উপকূলীয় এলাকা সমূহের ২৯ থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে নৌবাহিনীকে নিয়োজিত করা হয়েছে।
গতরাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের নৌবাহিনী মিডিয়া দপ্তর থেকে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, উপকূলীয় অঞ্চলের ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন,তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন, দক্ষিণ আইচা, দুলারহাট, শশীভূষণ, বরগুনা সদর, বামনা, বেতাগী, আমতলী, তালতলী, পাথরঘাটা, মংলা, রাঙ্গাবালী,খুলনা সদর, খালিশপুর, হরিণটানা, লবণচরা, কয়রা, দিঘলিয়া, দাকোপ, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া থানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে বাংলাদেশ নৌ-বাহিনী নিয়োজিত আছে।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আনোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত থানা সমূহের
কার্যক্রম স্বাভাবিক রাখতে নৌবাহিনীর সহায়তা ও নিরাপত্তা বিধানের এ বিষয়টি তুলে ধরা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর একটি দল উপজেলা হাতিয়ায় পদার্পণ করেন।