বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী হাতিয়ায় নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত বাজারব্যবস্থাপনা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে।
সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পরিচালনা করে। এসময় আসিফুর রহমান স্বজলের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি টিম হাতিয়া শহরের ওছখালী শাহাজান সুপার মার্কেটে কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাছের দোকান, মুরগির দোকানে মনিটারিং কার্যক্রম চালানা করে।
এদিকে, পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটি তদারকি করতে মাঠে নেমেছে তারা। প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টাঙ্গানো হয়নি সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজল জানান, নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার, আড়ৎ, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা হাতিয়ার বিভিন্ন বাজারে মনিটরিং চালাচ্ছি। এক্ষেত্রে সকলে আন্তরিক মানসিকতা প্রদর্শন করা উচিত