পাকিস্তানকে হোয়াইটওয়াশ, বাংলাদেশের ইতিহাস

বাংলাদেশ ২৬২ (লিটন ১৩৮, শাহজাদ ৬-৯০) এবং ৪ উইকেটে ১৮৫ (জাকির ৪০, শান্ত ৩৮), পাকিস্তান ২৩৮ (আইয়ুব ৫৮, মিরাজ ৫-৬১) এবং ১৭২ (সালমান ৫৭*, মাহমুদ ৫-৪৩), বাংলাদেশ ছয় উইকেটে জয়ী।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেষ্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দূর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে পাকিস্তানকে হেয়াইটওয়াশ করে ২-০তে সিরিজ জিতে নেয় টাইগাররা। একই ভেন্যুতে প্রথম টেষ্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামেন। দিনের শুরুতেই দলীয় ৫২ রানে সাজঘরে ফিরে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন তিনি।

জাকিরের বিদায়ের পর দলীয় ৭০ রানে ৫১ বলে ২৪ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান। এরপর ক্রিজে আসা মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত।

দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। মুমিনুলকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন শান্ত। তবে দলীয় ১২৭ রানে ৮২ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল।

দলীয় ১৫৩ রানে ৭১ বলে ৩৪ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৫৬ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

লিটন দাস প্রথম ইনিংসে ১৩৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন। দুই ম্যাচে ১০ উইকেট ও ১৫৫ রান করে সিরিজ সেরা হন মেহেদী হাসান মিরাজ।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.