দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির জন্য ক্ষতিগ্রস্ত ১৩ গ্রামের বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।
মঙ্গলবার সকালে বড়পুকুরিয়া কয়লাখনি চত্বরে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন প্রায় তিন হাজার মানুষ।
বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফার নেতৃত্বে বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ করা হলেও খনি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ৫ নভেম্বর ২০২৩, ২২ জানুয়ারি ২০২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২ আগস্ট ২০২৪ এবং ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে লিখিত অভিযোগ করা হলেও সাড়া মেলেনি।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আগামী ২০ দিনের মধ্যে ঘরবাড়ি জরিপ করে ক্ষতিপূরণের ব্যবস্থা না নিলে খনি ঘেরাও করার ঘোষণা দেন।
ক্ষতিগ্রস্তদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা, ফাটল-ধরা বাড়িঘর মেরামত এবং পুনর্বাসন, ভূমিহীন পরিবারগুলোর জন্য বাসস্থানের ব্যবস্থা, এককালীন ক্ষতিপূরণের বাকি টাকা প্রদান করা, সুপেয় পানির ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো পুনর্নির্মাণ ও কয়লা উত্তোলন করা জমির মালিকদের ৫% উৎপাদন বোনাস প্রদান।
বিক্ষোভে মোসলেমা বেগম ও মালেকা বেগম জানান, খনির কারণে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে এবং প্রতিদিন নতুন করে বাড়িতে ফাটল ধরছে। এতে তাদের জীবন হুমকির মধ্যে পড়েছে।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।