বাসস: স্ট্রাইকার তহুরা খাতুনের হ্যাট্রিকে তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। সপ্তম আসরের প্রথম সেমিফাইনালে রোববার বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে।
২০১৬ ও ২০২২ সালের আসরে ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। ২০১৬ সালে রানার্স-আপ হলেও, ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিলো বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। তহুরার পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন আরেক স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা।
১৫ মিনিটে বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা। শিউলির কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বাঁ-পায়ের শটে গোল আদায় করেন নেন তিনি।
২৬ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সাবিনা। মনিকার যোগান দেওয়া বল প্লেসিং শটে গোল করেন তিনি।
৩৫ মিনিটে বাংলাদেশকে গোল আনন্দে মাতান তহুরা। বাঁ-পায়ের বাঁকানো শটে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন তারকা এই ফুটবলার।
দুই মিনিট পরই ভুটানের গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা। ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
৪১ মিনিটে গোলের ব্যবধান কমায় ভুটান। দলের পক্ষে গোলটি করেন স্ট্রাইকার দেকি হাজম। ৫-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বল দখলে রেখেছিল বাংলাদেশ। ৫৬ মিনিটে মনিকার পাসে বল পেয়ে ডি-বক্স থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাট্টিক পূর্ণ করেন তহুরা। সাফের মঞ্চে প্রথম হ্যাট্টিক করলেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৫
৭১ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বলে হেডের সাহায্যে ভুটানের জালে সপ্তম গোল করেন মাশুরা পারভিন।
এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হয়নি। ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে হ্যাট্টিকের জন্য সেরা খেলোয়াড় হন তহুরা।
দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর নেপালের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ।