উজবেকিস্তানের পূর্বাঞ্চলের পাহাড়ে দুটি মধ্যযুগীয় শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।
এ আবিষ্কার সিল্ক রোড সম্পর্কে বর্তমান ধারণা বদলে দিতে পারে বলে মনে করছেন তারা।
পূর্ব ও পশ্চিমের মধ্যে পণ্য ও ধারণা বিনিময়ের জন্য বিখ্যাত সিল্ক রোড। এতদিন মনে করা হতো যে এই বাণিজ্যপথ সমতল এলাকার শহরগুলোকে সংযুক্ত করেছে। তবে এবার আধুনিক প্রযুক্তির সহায়তায় উচ্চভূমিতেও গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র আবিষ্কার করেছেন গবেষকরা।
শহরগুলোর একটি তুগুনবুলাক ১২০ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ মিটার উপরে অবস্থিত। “মধ্য এশিয়ার ইতিহাস এই আবিষ্কারের মাধ্যমে নতুন করে লেখা হচ্ছে,” বলেন গবেষক দলের সদস্য প্রত্নতাত্ত্বিক ফারহোদ মাকসুদভ।
গবেষকরা মনে করছেন, তুগুনবুলাক এবং তাশবুলাক নামক আরেকটি ছোট শহর ছিল অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণবন্ত জনপদ। অত্যাধুনিক ড্রোন ও লিডার প্রযুক্তির সহায়তায় গবেষকরা এই স্থানের দেয়াল, পাহারার টাওয়ার, জটিল স্থাপত্য বৈশিষ্ট্যসহ অন্যান্য কেল্লাসমূহ খুঁজে পান।
গবেষণাপত্রটি সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞরা এই আবিষ্কারকে মধ্য এশিয়ার মধ্যযুগীয় শহরগুলোর জীবনধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
এই দুটি শহর সম্ভবত লোহা গলানোর জন্য প্রয়োজনীয় আগুন জ্বালানোর সুবিধার্থে শক্তিশালী বাতাসের সংস্পর্শে স্থাপিত হয়েছিল।
সূত্র: বিবিসি