মো. আফজাল হোসেন, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আইনজীবী মো. সফিউল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আইনজীবী সফিউল ইসলাম ও তার চাচাতো ভাই রাকিবুল ইসলাম গুরুতর দগ্ধ হয়েছেন । আগুনে তাদের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফুলবাড়ী থানায় এ্যাডভোকেট সফিউল ইসলামের দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেলে সফিউল ইসলাম ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফেরার পথে গ্রামবাসী মঞ্জুরুল ইসলাম, মো. জহুরুল ইসলাম, নজরুল ইসলাম এবং সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল তার পথরোধ করে হত্যার হুমকি দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষ পালিয়ে যায় এবং সফিউল ইসলামকে মামলা না করতে এবং পুরো পরিবারকে হত্যা করার হুমকি দেয়।
২৪ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে সফিউল ইসলামের বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘরের বেশ কিছু মালামাল, ধান, নগদ অর্থ ও জমিজমার কাগজপত্র পুড়ে যায়। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। রাকিবুল ইসলাম সফিউল ইসলামকে উদ্ধার করতে গিয়ে নিজেও আগুনে দগ্ধ হন।
তাদের দুজনকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় এবং পরে টিএমএসএস মেডিকেল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় এ্যাডভোকেট সফিউল ইসলাম বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মহিববুল ইসলাম বলেন, “মামলা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দিনাজপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।