মোহাম্মদপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ২২

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ।

ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্পে এসব অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুনের আসামি, ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সদস্যসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটকদের কয়েকজন। ছবি: আইএসপিআর

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রোববার দিনে এবং রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী আদম ব্যাপারী সেলিম, রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগরকে আটক করা হয়।

এছাড়া জেনেভা ক্যাম্পের দুজন শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের সাতজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

দু’দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় নিরাপত্তাহীনতায় নিমজ্জিত মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে আসছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.