ফেনীতে সংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিনিধি, ফেনী: সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ফেনীতে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে শনিবার (২২ ফেব্রুয়ারি) ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।

সকাল ১০টায় প্রশিক্ষণ উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন।

উদ্বোধনীপর্ব শেষে সংবাদ, সংবাদের উপাদান, সংবাদসূত্র, তথ্যের সত্যতা যাচাই, সংবাদ-কাঠামো ও সংবাদ লেখার কৌশল নিয়ে অধিবেশন পরিচালনা করেন দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণের সম্পাদক শওকত মাহমুদ।

সাক্ষাৎকার,  ফিচার, সংবাদ সম্মেলন এবং সাংবাদিকের দায়িত্ব ও গুণাবলি নিয়ে অধিবেশন পরিচালনা করেন গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি’র প্রশিক্ষক আবু নাছের মঞ্জু।

বাংলাদেশের গণমাধ্যম আইন এবং বিধিমালা  নিয়ে অধিবেশন পরিচালনা করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।

সাংবাদিকতার ঝুঁকি ও  ঝুঁকি উত্তরণ এবং সাইবার নিরাপত্তা আইন বিষয়ে অধিবেশন পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান।

সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন এবং সংগ্রহের কৌশল বিষয়ে অধিবেশন পরিচালনা করেন জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন।

অতিথি ও প্রশিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা।

সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, চ্যানেল ২৪-এর ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, নিউজ ২৪-এর প্রতিনিধি ইয়াছিন সুমন, জিটিভির প্রতিনিধি জসিম ফরায়েজী, এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, দ্যা মর্নিং গ্লোরির প্রতিনিধি মোশাররফ হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিম তাজিম প্রমুখ।  এ অধিবেশনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন। অংশগ্রহণকারী রোকসানা আক্তারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন অংশগ্রহণকারী নূর হোসেন ও মোজাম্মেল হক হাসান।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রে ছায়া সরকারের মতো জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে। সরকারের ভুলত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, সরকারের আইন, বিধিবিধান ও নীতিগুলো নির্বাহী বিভাগ যথাযথভাবে পালন করছে কি না তা দেখাই হলো সাংবাদিকের দায়িত্ব। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সংবাদকর্মীরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সাথে তৃণমূলের সংবাদগুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে ধরণের ভূমিকা রাখবে উল্লেখ করেন আয়োজক সংগঠন সাংবাদিক ইউনিয়ন ফেনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.