ফুলবাড়ীতে দেড়শ বছর পুরনো কবরস্তান রক্ষার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, দিনাজপুর:  দিনাজপুরের ফুলবাড়ীতে দেড়শ বছরের পুরোনো কবরস্তান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (১৮ মে) সকালে পৌর শহরের ঢাকামোড় এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন পূর্ব গৌরিপাড়া, স্টেশনপাড়া ও এস্তাবনগরের বাসিন্দারা।

মানববন্ধনে কবরস্তান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, কমিটির সহসভাপতি হানিফ মন্ডল ও মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, আজহার আলী ও মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কবরস্তানটি প্রায় দুই শতাব্দী আগে প্রতিষ্ঠিত। এটি এখনো এই এলাকার একমাত্র কবরস্তান। সম্প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্তানের কিছু অংশ দখলের চেষ্টা করছে। এটা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তারা আরও বলেন, এই কবরস্তানে এলাকার পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত আছেন। কবরস্তানের এক ইঞ্চি জায়গাও কেউ দখল করতে পারবে না। প্রয়োজনে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

মানববন্ধন থেকে কবরস্তানের সীমানা নির্ধারণ, সরকারি খতিয়ানভুক্তকরণ এবং দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.