ইউরোপীয় ইউনিয়নের জন্য পণ্যসম্পর্কিত ডিজিটাল তথ্যায়ন বিষয়ে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোকে অবহিত করতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) দিনব্যাপী সেমিনারের আয়োজন করে।
পণ্যের ডিজিটাল তথ্যায়ন (ডিজিটাল প্রডাক্ট পাসপোর্ট বা ডিপিপি) সম্পর্কে সমন্বিত ধারণা প্রদান এবং বাংলাদেশের রপ্তানি খাতকে ইউরোপীয় ইউনিয়নের টেকসই পণ্য বিধিমালা অনুযায়ী প্রস্তুত করার অগ্রগতি মূল্যায়ন করার উদ্দেশ্যে আয়োজিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য ফোরাম: ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপর আলোকপাত শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমান বলেন, “এই ধরনের প্রযুক্তিনির্ভর অনুষ্ঠান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো। ডিপিপির মতো বিধিমালা বাস্তবায়নের ক্ষেত্রে যেন অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখা জরুরি।”
রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ বলেন, “একটি পণ্যের অনুসরণযোগ্যতা (ট্রেসেবিলিটি) ও স্বচ্ছতা বজায় রাখতে ডিপিপি একটি কার্যকর মাধ্যম।”
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, “আমরা ডিপিপির জন্য এমন একটি তথ্য পরিবেশব্যবস্থা তৈরি করতে চাই, যা সরকারের মালিকানায় থাকবে এবং যেখান থেকে রপ্তানিকারক, কারখানা মালিকসহ বেসরকারি খাতের অন্যান্য প্রতিষ্ঠান সুবিধা নিতে পারবে।”
আয়োজনে ইইউ’র ট্র্যাসিবিলিটি বা অনুসরণযোগ্যতা (পণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সরবরাহের বিভিন্ন ধাপে গতিবিধি অনুসরণ করা বা উৎস শনাক্ত করার সামর্থ্য) এবং পুনঃচক্রায়নভিত্তিক অর্থনীতির চাহিদা সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা ডিপিপির কারিগরি কাঠামো এবং এর মাধ্যমে কীভাবে কাঁচামাল থেকে শুরু করে সরবরাহ-শৃঙ্খলের প্রতিটি ধাপে অনুসরণযোগ্যতা নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে পোশাক, খাদ্য, ওষুধ ও ব্যাটারি শিল্পসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
আয়োজকদের মতে, সেমিনারটি বাংলাদেশের নীতিনির্ধারক, শিল্পখাতের নেতৃত্ব এবং প্রযুক্তি উদ্ভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। এটা রপ্তানি শিল্পকে ইইউর ভবিষ্যৎ টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে।
প্রেস বিজ্ঞপ্তি