সরকারি ব্যবস্থার আওতায় অভিবাসী কর্মীদের আইনগত সেবা নিশ্চিতকরণে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়ন ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত স্ট্রেংদেনড অ্যান্ড ইনফর্মড মাইগ্রেশন সিস্টেম প্রকল্পের অধীনে সরকারি আইন সহায়তা ব্যবস্থার আওতায় অভিবাসী কর্মীর আইনগত সেবা ও অভিগম্যতা নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুজ্জামান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মতিউর রহমান।

সভায় আইন কমিশন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), হেলভেটাস বাংলাদেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিচ কাজী আবুল কালাম।

প্রধান অতিথি শেখ আশফাকুর রহমান বলেন, “অভিবাসী কর্মী ও তাদের পরিবারের আইনগত সেবা নিশ্চিত করতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মর্যাদাপূর্ণ জীবনের জন্য লিগ্যাল এইড অ্যাক্টে সুস্পষ্ট অন্তর্ভুক্তি প্রয়োজন।”

বিশেষ অতিথি কামরুজ্জামান বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে তারা এখনো পিছিয়ে। তাদের স্বার্থ সুরক্ষায় লিগ্যাল এইড অ্যাক্টে অভিবাসী কর্মীদের অন্তর্ভুক্ত করা জরুরি।”

বিজ্ঞপ্তি