এম. সুরুজ্জামান, শেরপুর: নালিতাবাড়ীতে তথ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন নারী-শিশু উন্নয়নে যোগযোগ কার্যক্রমের ওপর নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এম মঞ্জুরুল হক। সঞ্চালক হিসেবে ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।