কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলবাহী ট্রাক থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে এ অভিযান চালায় পুলিশ।
আটককৃতরা হলেন, ট্রাকের চালক গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার দোলাগ্রামের আবদুল মোমেনের ছেলে রিপন (৪০) এবং তার সহযোগী নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার আবুল হাশেমের ছেলে শহিদুল (৩০)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে উপজেলা সদরের ডাইংপাড়ায় একটি জ্বালানি তেলবাহী ট্রাক দাঁড় করানো হয়। ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জে তেল সরবরাহ করে ঢাকা যাচ্ছিল। এসময় ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।