স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): পাকশী পেপার মিলস হাই স্কুলের শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা জানায়, গত মঙ্গলবার ক্লাস চলকালীন সময়ে পাকশী পেপার মিলস হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তাপসির আহমেদ মনা একটি প্লাস্টিকের সাপ নিয়ে শ্রেণিকক্ষে সহকারি শিক্ষিকা খাদিজা পারভিনকে ভয় দেখায়। ম্যাডাম সাপটিকে সত্যি সাপ মনে করে ভয় পেয়ে ক্লাস থেকে বের হয়ে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নিত্যানন্দ সূত্রধরকে জানান।

তিনি বিষয়টি জানতে পেরে, শ্রেণিকক্ষে গিয়ে তাপসি আহমেদ মনাকে শাসন করেন। এতে শিক্ষকের উপর ক্ষুদ্ধ হয়ে মনা তার বড় ভাই পাকশীর আলোচিত ব্যক্তি হাত কাটা টুনটুনিকে ঘটনা জানায়। টুনটুনি তার সহযোগী মুন্না ও মনাকে নিয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক নিত্যানন্দ সূত্রাধরকে শারীরিকভাবে লাজ্ঞিত করে এবং ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় কিছু শিক্ষার্থী ভীত হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা টুনটুনির শাস্তির দাবিতে মানববন্ধন ও ক্লাস বর্জন করেছেন।
মানববন্ধনে স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক, পাকশী পেপার মিলস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ব্যবস্থাপক এ কে এম মহিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, মহিলা অভিভাবক প্রতিনিধি আইরিন খান, সিকিউরিটি ইনচার্জ দাউদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা শিক্ষক নির্যাতনকারী টুনটুনিসহ সকলের শাস্তি দাবি করেন।