প্রতিনিধি, বাগেরহাট: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজের তিনদিন পর সাত জেলেকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সাগরে ভাসমান মুমূর্ষু অবস্থায় বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার ভাষা গ্রামের দলিল উদ্দিনের ছেলে নেওয়াজ শরিফ (২৭), নওয়াব আলীর ছেলে আশা মাঝি (৩৫), শুকুর আলীর ছেলে মারুফ সিকদার (৩৯)। এছাড়া বেলাল (৩৩), পাথরঘাটা উপজেলার জামাল খান (৪৫), বেলাল (৩০), নেছার (৩২) নামের আরো চারজনকে উদ্ধার করা হয়।
তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা এমপি অসুস্থ জেলেদের দেখতে হাসপাতালে যান।