এম. সুরুজ্জামান, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ৩০ সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘তথ্য অধিকার আইন ২০০৯ এর বাস্তব প্রয়োগ এবং বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিকে প্রতিরোধ’ এই বিষয়কে প্রাধান্য দিয়ে স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন, পথসভা ও দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
সনাক সদস্য জোবায়দা খাতুনের সভাপতিত্বে¡ পথসভা এবং মানববন্ধনে অংশ নেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: হাবিবুর রহমান লিটন, প্রেসক্লাব সভাপতি এম.এ হাকাম হীরা, সিটি প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, ব্যবসায়িক নেতা হাবুল দত্ত, টিআইবি এরিয়া ম্যানেজার এসএম আতিকুর রহমান সুমন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষর্থী, ব্যবসায়ীগণ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।