কমলনগরে দুস্থদের মাঝে রিকশা-নলকূপ বিতরণ

বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে হাজী আইয়ুব আলী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব-দুস্থদের মাঝে রিকশা ও নলকূপ বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার আইয়ুবনগরে অবস্থিত ফাউন্ডেশনের প্রাঙ্গণে ওই বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব ও হাজিরহাট হামেদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ যায়েদ হোছাইন ফারুকী।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি একেএম নুরুল আমিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, পাটারীরহাট ইউপি চেয়ারম্যান একেএম রাশেদ বিল্লাহ আলমগীর, চরফলকন ইউপি চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন, সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের, চরকাদিরা ইউপি চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, আ.লীগ নেতা মনিরুল হক ও হাশেম ফলোয়ান প্রমুখ।

এ সময় ১০ জন দুস্থের মাঝে রিকশা ও ৯০ জনের মাঝে নলকূপ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.