বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী পথচারী চাঁন মেহার (৫০) ও চালক ছোটন (২২) নিহত হয়েছেন। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মেহার চরবসু গ্রামের বাসিন্দা মৃত জামাল উদ্দিনের স্ত্রী এবং মোটরসাইকল চালক ছোটন পার্শ্ববর্তী রামগতি উপজেলার চরসীতা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।
স্থানীয় চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু জানান, মোটরসাইকেল চালক ছোটন দ্রুতগতিতে তিন বন্ধুসহ চরসীতার নিজ গ্রামে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পথচারী চাঁন মেহার নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মোটরসাইকেল চালক ছোটনের।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।