প্রতিনিধি, বাগেরহাট: চাকুরি জাতীয়করণের দাবিতে বাগেরহাটের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার সকালে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের ব্যানারে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে নয় উপজেলার দুই শতাধিক হেলথ কেয়ার প্রোভাইডার অংশ নেন।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, ট্রাস্ট আইনের ২২-এর ঘ-ধারা বাতিল করে চাকুরি জাতীয়করণ করতে হবে। যতদিন পর্যন্ত চাকুরি জাতীয় করণ না করা হবে ততদিন সারাদেশের সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডাররা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। দ্রুত দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার অহিদুজ্জামান, মিজানুর রহমান, সাহিদুল ইসলাম, সুবর্ণা তালুকদার, খাদিজা আক্তার টুম্পা, মুন্না আক্তার, মাধবীসহ অন্যরা।