মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরে রিপা আক্তার (১৩) নামের এক অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরের দিকে শহরের টিসি সড়ক এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
রিপা উপজেলার চরআবাবিল গ্রামের ট্রলিচালক রিপন হোসেনের মেয়ে ও পৌর শহরের হালিমা মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী।
রোববার সকালে তার নির্বাচনী পরীক্ষায় বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।
রিপার মা আয়েশা বেগম জানান, মেয়ের পড়ালেখার জন্য নিজ গ্রাম ছেড়ে শহরে এসে অন্যের বাসা-বাড়িত কাজ করে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলাম। সকালে মেয়ের পরীক্ষা থাকায় দ্রুত তাকে নাস্তা দিয়ে অন্যের বাসায় কাজ করতে যাই। কিছুক্ষণ পরে বাসায় এসে দেখি ঘরের আড়ার সঙ্গে রিপার ওড়না প্যাঁচানো গলায় ফাঁস লাগানো লাশ ঝুলছে।
কারো সঙ্গে তাদের বিরোধ ছিল না বলেও জানান তিনি।
হালিমা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান বলেন, রিপা মেধাবী ছাত্রী ছিল। মাদ্রাসায়ও কারো সাথে তার কোনো বিরোধ ছিল না। আত্মহত্যার বিষয়টি বেদনাদায়ক।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, রিপার মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত তথ্য জানা যাবে।