দুর্গার সঙ্গে বহু দেব-দেবী আর পৌরাণিক চরিত্র, বাগেরহাটে শারদীয়া উৎসবে বাড়তি উচ্ছ্বাস

প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে বহুমূর্তির শতাধিক দুর্গামণ্ডপ শারদীয়া উৎসবে বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে। ধর্মীয় রীতি-রেওয়াজের পাশাপাশি সামাজিক সচেতনতার জন্যও তৈরি হয়েছে বিশাল বিশাল মণ্ডপ। বর্ণিল সাজসজ্জা আর আলোর ঝলকে সেগুলো হয়ে হয়ে উঠেছে আরো মনোমুগ্ধকর।

bagerhat durgapuja-multiple idols
বাগেরহাটের একটি মণ্ডপে বহু দেব-দেবীর মূর্তি।

সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগের ধর্মীয় কৃষ্টি, পৌরাণিক কাহিনি ও পার্বণের ভিন ভিন্ন দৃশ্যের পাশপাশি সামাজিকভাবে মানুষকে সচেতন করে তোলার আয়োজনে মূর্তি নির্মাণ করা হয়েছে। পূজা শুরু হয়েছে। ঢাক-বাদ্য বাজছে। চলছে আরতি। মণ্ডপে মণ্ডপে বাড়ছে মানুষের ভীড়। বিশাল সব মণ্ডপ ঘিরে গ্রামীণ চারু-কারু, মৃৎশিল্পের পাশাপাশি বাহারি সব পণ্যের পসরা মিলেছে। চলছে দেদার বিকিকিনি।

সোমবার নৌ-পরিবহন মন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান আনুষ্ঠানিকভাবে বাগেরহাটের হাকিমপুরে ৫৩১ মূর্তি নিয়ে প্রতিষ্ঠি দুর্গামণ্ডপে ষষ্টিপূজার উদ্বোধন করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শিবপ্রসাদ ঘোষ, জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অমিত রায়, আয়োজক দুলাল শিকদারসহ অন্যরা।

বাগেরহাট জেলায় এবার ৫৮৯টি দুর্গাপূজার মণ্ডপ স্থাপন করা হয়েছে। এরমধ্যে পৌরাণিক বিভিন্ন কাহিনির পাশাপাশি সামাজিক সচেতনাতাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি নিয়ে বহুপ্রতিমার শতাধিক মণ্ডপ নির্মাণ করা হয়েছে। এ নিয়ে শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে কৌতূহল আর উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ও পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা জানান, শারদীয়া দুর্গোৎসব উৎযাপনে শান্তিপূর্ণ পরিবেশ উৎযাপনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.