হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে পাহাড় কাটা বন্ধ করে প্রাকৃতিক বন সংরক্ষণ ও সুরক্ষার দাবি জানিয়েছে জনউদ্যোগ নামের একটি নাগরিক সংগঠন। সোমবার সকালে শেরপুরের জেলা প্রশাসক ও বনবিভাগের সহকারী বন সংরক্ষকের কাছে এ বিষয়ে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, অধ্যাপক শিব শংকর কারুয়া, কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং জনউদ্যোগ কমটির সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিস্তৃত সীমান্তজুড়ে উঁচু-নিচু পাহাড়ি টিলাজুড়ে শাল-গজারীর প্রাকৃতিক বন রয়েছে। কিন্তু নানাভাবে বনভূমি দখল, পাহাড় কেটে পাথর উত্তোলন, পাহাড়ি টিলায় সব্জী চাষ, প্রাকৃতিক বন ধ্বংস করে সামাজিক বনায়নের নামে করা বনবাগান প্রাকৃতিক ভরাসাম্য নষ্ট করছে। এতে গারো পাহাড় ন্যাড়া পাহাড়ে পরিণত হচ্ছে, পাহাড়ি ঢলের সাথে আসা বালির আস্তরন পড়ে আবাদি জমি অনাবাদি হয়ে পড়ছে, পাহাড়ি নদী, ঝরণা-ছরাগুলো গতিহীন হয়ে পড়ছে। এ জন্য অবিলম্বে পাহাড় কাটা বন্ধ, টিলায় সব্জীর আবাদ বন্ধে সচেতনতা গড়ে তোলা, পাহাড়ি ঝরণা-ছরাগুলো সংস্কার করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানানো হয়। প্রাকৃতিক বনকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি, বন ও বন্যপ্রাণী রক্ষায় সকল অনিয়ম বন্ধ করার দাবিও তুলে ধরা হয়।