লক্ষ্মীপুরে ‘প্রাণ আপ’খেয়ে টিভি পেল স্কুলছাত্র!

বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মাত্র ১৬ টাকা দিয়ে কোমল পানীয় ‘প্রাণ আপ’ খেয়ে ১৬ ইঞ্চির রঙিন টিভি জিতলো মো. সুজন নামের এক স্কুলছাত্র। শুক্রবার দুপুরে স্থানীয় বাজারের একটি দোকান থেকে প্রাণ আপের ২৫০ এমএল বোতল কিনে সঙ্গে পাওয়া ক্র্যাচকার্ড ঘষে ১৬ ইঞ্চির রঙিন টেলিভিশন জিতে নেয় সে। সুজন উপজেলার চরপাগলা এলাকার তাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় ফজু মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

PIC-31-10-2015
লক্ষ্মীপুরে ‘প্রাণ আপ’খেয়ে টিভি পেল স্কুলছাত্র

শনিবার সকালে উপজেলার চরলরেন্স বাজারে ওই স্কুলছাত্রের হাতে পুরস্কারের রঙিন এলইডি টিভিটি তুলে দেন প্রাণ’র টেরিটরি সেলস্ ম্যানেজার অপু চন্দ্র সাহা। এ সময় কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাসান মজনু জসিম, পরিবেশক দোলোয়ার হোসেন ও মো. আলাউদ্দিনসহ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওই সময় প্রাণ’র টেরিটরি সেলস্ ম্যানেজার অপু চন্দ্র সাহা জানান, ‘লাভ ইন থাইল্যান্ড’ নামে বর্তমানে তাদের একটি অফার চালু আছে। ওই অফারে মাত্র ১৬ টাকা দিয়ে প্রাণ আপ ক্রয় করে যে কোনো ভাগ্যবান ব্যক্তির থাইল্যান্ড ভ্রমণ ও এলইডি টিভিসহ বিভিন্ন পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.