প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের রামপালে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভরসাপুরে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া রামপাল উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়। সে উজলপুর গ্রামের সায়েম উদ্দিনের মেয়ে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পরীক্ষা শেষে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল সুমাইয়াসহ কয়েকজন শিক্ষার্থী। পথে মহসড়কের ভরসাপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সে রাস্তার উপরে ছিটকে পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।