রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ইতালীয় নাগরিক ডা. পিয়েরো পিচমকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টায় কোতয়ালী থানায় শহরের কসবা মিশনের ফাদার ইনচার্জ সিলাস কুজুর বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টোকে মামলার আসামি করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
হত্যা চেষ্টার ঘটনায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান ওসি খালেকুজ্জামান পিপিএম।
বুধবার সকালে মোটরসাইকেল আরোহী তিন দুর্বত্ত গুলি করে ডা. পিয়েরো পিচমকে হত্যার চেষ্টা করে। এতে তিনি আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মামলার আরজিতে অজ্ঞাতনামা তিনজনসহ আরো অনেকে হত্যা চেষ্টার সাথে জড়িত বলে অভিযোগ করা হয়। মামলার তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবি’র ওসি রেদওয়ানুর রহিম জানান, এসআই বজলুর রশিদ চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন। তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন বলে তিনি জানান।
বুধবার দুপুরে আটক জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টোকে পুলিশি হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বিদেশি নাগরিক হত্যা চেষ্টার ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।
কোতয়ালী পুলিশ ও ডিবি পুলিশ বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিদেশি নাগরিক হত্যা চেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে পুলিশ সুপার মো. রুহুল আমিনের নেতৃত্বে মনিটরিং করা হচ্ছে বলে একটি সূত্র জানান।
সুইহারী ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জান বাতিস্তা জানকি বৃহস্পতিবার সকালে জানান, নিরাপত্তার ব্যাপারে প্রশাসনের নেয়া ব্যবস্থা সম্পর্কে তারা সন্তুষ্ট। দুঃখজনক ঘটনার সুষ্ঠু তদন্ত হবে আশা করে তিনি বলেন, আমরা কাউকেই সন্দেহ করতে পারছি না। কেননা ডা. পিচমের ওপর হামলার হতে পারে-এটা ছিল আমাদের চিন্তার বাইরে।