আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সড়ক বিভাগের অবহেলা ও অনীহার কারণে মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কালিগঞ্জের কাকশিয়ালি নদীর অব্যবহৃত বেইলি ব্রিজটি। ব্রিজটি অপসারণ করে এর পাটাতনসহ অন্যান্য যন্ত্রাংশ অন্য কোনও বেইলি ব্রিজ নির্মাণে ব্যবহার করা হলে সরকারের কোটি কোটি টাকা আর্থিক সাশ্রয় হতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হলেও তাতে কর্ণপাত করছে না সড়ক বিভাগ। এতে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।
সড়ক বিভাগ ১৯৯২-৯৩ অর্থবছরে কাকশিয়ালি নদীর উপর বেইলি ব্রিজটি নির্মাণ করে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তারই পাশে সড়ক বিভাগ ২০০৪-০৫ অর্থবছরে কংক্রিটের একটি ব্রিজ নির্মাণ করে। সেই থেকে বেইলি ব্রিজটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা তুহিনুর রহমান জানান, বেইলি ব্রিজটি অপসারণে স্থানীয় প্রশাসনকে বারবার বলা হয়েছে। কিন্তু তাতে লাভ হয় না। এতে জং ধরে মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু এই বেইলি ব্রিজের মালামাল দিয়েই যেসব জায়গায় ব্রিজ নেই সেসব জায়গায় ব্রিজ নির্মাণ সম্ভব। সব জায়গাতেই সরকারি সম্পদ এভাবে পড়ে নষ্ট হয়, যোগ করেন তিনি।
এ ব্যাপারে সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। টেন্ডারের মাধ্যমে ওয়ার্ক অর্ডার হলে আমরা ভেঙে নিয়ে আসবো।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, আমরা দীর্ঘদিন ধরে বলছি। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কোনও দৃশ্যমান পদক্ষেপ নেই। ব্রিজটি অপসারণ করে অন্যত্র স্থানান্তরে শেষ পর্যন্ত গত ১৩ আগস্ট সড়ক বিভাগে লিখিত পত্রও পাঠিয়েছি।