প্রতিনিধি, গোপালগঞ্জ: পাকা ধান কাটা হয়েছে। ধানের আটি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাজপথ ধরে বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছেন তিনি। কিন্তু হানিফ পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। ধান নিয়ে তার আর ঘরে ফেরা হয়নি।
নিহত এই কৃষকের নাম তাপস হাওলাদার (৪০)। মুকসুদপুরের সালিনবক্স গ্রামের বাসিন্দা তিনি।
আজ শুক্রবার সকালে মাঠ থেকে ধানের আটি মাথায় করে বাড়িতে ফিরছিলেন তিনি। বিশ্বরোড পার হওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-১০৫২) পিছন থেকে চাপা দিলে তাপস গুরুতর আহত হন।
তাপসকে মুকসুদপুর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি দ্রুত পালিয়ে য়াওয়ার চেষ্টা করলে এলাকাবাসী সেটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
তাপস হওলাদার ওই গ্রামের মধুসূদন হাওলাদারের ছেলে ।