বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘জনগণের সহযোগিতা পেলে অনেক সমস্যাই পুলিশের পক্ষে সমাধান করা সম্ভব। এমন কিছু সামাজিক সমস্যা রয়েছে যেগুলো প্রচলিত আইনে সমাধান করা সম্ভব হয় না। তবে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিষ্পত্তি করা যায়। আর সে কাজে জনগণকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। জনগণ এবং পুলিশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। তবে দৃষ্টি রাখতে হবে তাতে যেন কোনো দালাল সৃষ্টি না হয়।’
আইজিপি আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জিহাদের নামে মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করে না। যারা এ ধরনের কাজ করছেন জনগণকে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর তাতেই স্বাভাবিক অবস্থা বিরাজসহ দেশ অনেক এগিয়ে যাবে।’
পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম শাহাজান কামাল, আব্দুল্লাহ আল-মামুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক জিল্লুর রহিম চৌধুরী, পৌর মেয়র মো. আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সৈয়দ জিয়াউল হক আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ অন্যরা।