প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর চারঘাটে গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে চাচাতো দেবরের ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন রুপা বেগম (৪০) নামের এক নারী।
আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বালাদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
রুপা বেগম ওই এলাকার রহিদুল ইসলামের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন– ফজল সরকারের ছেলে মহিরুল ইসলাম, কালু সরকারের ছেলে ফজল সরকার ও গাফফার আলীর ছেলে আবদুল হান্নান।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, উপজেলার বালাদিয়াড় গ্রামে সম্পত্তি নিয়ে পলান সরকারের সঙ্গে চাচাতো ভাই বিষু সরকারের বিরোধ চলে আসছিলো। আজ সকালে পলান ওই জমির একটি গাছ থেকে নারকেল পাড়তে গেলে বিষু দলবল নিয়ে তাকে বাধা দেয়। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পলানের ছেলে রহিদুলের স্ত্রী রুপা বেগম এগিয়ে আসলে বিষু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পলান সরকার, তাহাজুল, হাশেম ও সুনীল সরকারকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, আটককৃত মহিরুল ইসলাম পুলিশের কাছে স্বীকার করেছে, সে রহিদুলকে খুন করতে গেলে সামনে তার স্ত্রী রুপা চলে আসায় রুপাকে নিজেই খুন করেছে। এ ব্যাপারে নিহত রহিদুল ইসলাম বাদী হয়ে চারঘাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।