রতন সিং, দিনাজপুর: শিক্ষা প্রতিষ্ঠান বদলি ও রেফার্ড পাওয়া বিষয়ে পাশ করিয়ে দেওয়ার জন্য পুনরায় অর্থ দাবি করার কারণে শিক্ষার্থীর হাতে খুন হয়েছেন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটেরকম্পিউটার অপারেটর আব্দুর রহিম।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডের মেসে ইন্সটিটিউটের কম্পিউটার সাইন্সের তৃতীয় সেমিস্টারের ছাত্র শুভ শেখ আর্থিক কারণে গলা কেটে হত্যা করে।
হত্যার কথা স্বীকার করে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুভ।
আজ বৃহস্পতিবার দুপুরে হত্যার অভিযোগে আটক সারওয়ার আহমেদ শুভ ওরফে শুভ শেখ দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হকের খাসকামরায় জবানবন্দি দেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রফিক জানান, দরিদ্র রাজমিস্ত্রির সন্তান শুভ শেখ দিনাজপুর থেকে পাবনা পলিটেকনিকে বদলি এবং রেফার্ড পাওয়া বিষয়ে পাশ করানোর জন্য কম্পিউটার অপারেটর আব্দুর রহিমকে দুই দফায় ১৫ হাজার ৫০০ টাকা দেয়। কিন্তু আব্দুর রহিম কাজ না করে আরো অর্থ চাওয়ায় শুভ আব্দুর রহিমকে তার মেসে ডেকে এনে গলা কেটে হত্যা করে।
জবানবন্দি গ্রহণ শেষে বিচারক শুভ শেখকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন। আব্দুর রহিম হত্যার ঘটনায় গতকাল তার বাবা গিয়াস উদ্দীন কোতয়ালী থানায় শুভ শেখকে আসামি করে মামলা দায়ের করেন।