একশ ইয়াবাসহ কাউখালীতে মাদক কারবারি গ্রেফতার

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর):  কাউখালীতে র‌্যাব অভিযান চালিয়ে সজল খন্দকার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল র‌্যাবের একটি টহল দল গোপনে তথ্য পেয়ে দক্ষিণ জয়কুল সিকি গেট এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

rap cpsc rescue drug in kawkhali
গ্রেফতারকৃত সজল।

এসময় তার নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব।

সজল উপজেলার বড় বিড়ালজুরি গ্রামের মো. মাছুদ খন্দকার এনায়েতের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৮ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির একটি বিশেষ টহল দল সন্ধ্যা ছয়টার দিকে ওই গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সজল খন্দকারসহ কয়েকজন পালানোর চেষ্টা করলে সজলকে র‌্যাব আটক করে। পরে র‌্যাব তার কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে। রাত ১০টার দিকে র‌্যাব সজলকে কাউখালী পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক মো. ইউসুফ জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক মো. আমজাদ হোসেন বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। সজল খন্দকার দীর্ঘদিন ধরে কাউখালীসহ পাশ্ববর্তী উপজেলাগুলোতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.