ইসকন হামলায় দুই জেএমবি সদস্যকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ ঘটনায় গ্রেফতার দুই জেএমবি সদস্যকে মুখোমুখি করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে অপরাধীদের গ্রেফতারে একাধিক টিম মাঠে নেমেছে।

দিনাজপুরের পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার এই চাঞ্চল্যকর মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। ১৮ নভেম্বর দিনাজপুর শহরের মির্জাপুর বাসস্ট্যান্ডের পাশে ইতালীয় নাগরিক ধর্মযাজক ডা. পিয়েরো পিচমকে গুলি করে হত্যা চেষ্টা এবং গত ১০ ডিসেম্বর রাতে কাহারোল উপজেলার জয়নন্দ ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনার মধ্য যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশ। দুটি মামলাই ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

dinajpur temple attack
দিনাজপুর মেডিকেলে ইসকন মন্দির হামলায় আহত মিঠুন রায় ও রঞ্জিত রায়ের চিকিৎসা চলছে।

ডিবি পুলিশে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় এই মামলায় গ্রেফতার জেএমবি সদস্য শরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হকের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ সকালে শরিফুলকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেএমবি সদস্য মোসাব্বিরুল আলম খন্দকারকে দুপুরে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে এনে শরিফুলের  মুখোমুখি জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জেলায় সংঘটিত ঘটনাগুলোর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এসব যাচাই ও অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ ও র‌্যাব সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে বিকেলে মোসাব্বিরুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল বারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

কাহারোল থানার ওসি মনসুর আলী জানান, জেএমবি সদস্য মোসাব্বিরুল আলম খন্দকার নিখোঁজ হয়েছে জানিয়ে তার পিতা শামসুল আলম খন্দকার লালমনিরহাট সদর থানায় একটি জিডি করেছিলেন। ওই সূত্র ধরে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য গত ১০ ডিসেম্বর রাত সাড়ে আটটায় কাহারোলের জয়নন্দ ইসকন মন্দিরে কীর্তন চলার সময়ে জেএমবি সদস্যদের বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণে দুজন গুলিবিদ্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরদিন সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের পাশে রফিকের বাড়িতে জেএমবি সদস্য মোসাব্বিরুল আশ্রয় নিতে গিয়ে গুলিবর্ষণ করলে রফিক নামে আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেএমবি সদস্য মোসাব্বিরুলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ইসকন মন্দির পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

রংপুর বিভাগীয় কমিশনার মো. দিলোয়ার বখত বলেছেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। জনসাধারণের ভয় পাবার কিছু নেই। অপরাধীরা যত বড় শক্তিশালী হোক তাদেরকে ছাড় দেয়া হবে না।

রোববার দুপুর সাড়ে ১২টায় জয়নন্দ ইসকন মন্দিরস্থান পরিদর্শনে গিয়ে রংপুর বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বলেন, অপরাধীরা যতই ক্ষমতাশালী হোক তাদেরকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের একাধিক সংস্থা তৎপর রয়েছে এবং তারা অনুসন্ধান ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। খুব শিঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে।

বিভাগীয় কমিশনার  জঙ্গিদের গুলিবর্ষণে আহতদের ও ক্ষতিগ্রস্ত মন্দিরের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন। এসময় দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ফয়সাল, বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার, জয়নন্দ ইসকন মন্দিরের সভাপতি মণীন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.