রতন সিং, দিনাজপুর: গেল বছরের তুলনা প্রায় দ্বিগুণ মূল্যে মেলার ইজারা নেবার কারণে ইজারাবঞ্চিতরা দিনাজপুরের কান্তজিউ রাসমেলায় বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
গত বছর যৌথভাবে এ মেলার ইজারা পাওয়া দুজন বিস্ফোরণের পর গা-ঢাকা দিয়েছেন।
বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে।
ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিস্ফোরণের পর দায়িত্বে অবহেলার জন্য কাহারোল থানার ওসিকে ক্লোজড করে নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এটি কোনো নাশকতার ঘটনা নয়। মেলার ইজারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
সূত্রটি আরো জানায়, এ বছর ২৭ লাখ ৭১ হাজার টাকা দিয়ে কান্তজিউ মেলার ইজারা নেন হারেস উদ্দীন। গত বছর সেন্টু ও রেজাউল যৌথভাবে ১৩ লাখ ৭৫ হাজার টাকায় এ মেলার ইজারা নিয়েছিলেন।
এ বছর দ্বিগুণ টাকায় হারেস উদ্দীন মেলার ইজারা নেওয়ায় শুরু থেকে সেন্টু ও রেজাউল তার ওপর ক্ষিপ্ত ছিলেন বলে সূত্রটি জানায়। বিস্ফোরণের পর থেকে সেন্টু ও রেজাউলকে পাওয়া যাচ্ছে না। তারা আত্মগোপন করেছে বলে পুলিশের ধারণা।
কাহারোল থানার এসআই তাজুল ইসলাম জানান, কান্তজিউ মন্দিরের রাস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী মেলার যাত্রা প্যান্ডেলে শুক্রবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার সকালে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।
বিস্ফোরণের পর ইজারাদার হারেস উদ্দীনের দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাহারোল থানার এসআই তাজুলকে দায়িত্ব দেয়া হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, রংপুর রেঞ্জ ডিআইজি মো. হুমায়ুন কবিরের নির্দেশে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে কাহারোল থানার ওসি আব্দুল মজিদকে গত শনিবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নীলফামারী জেলার পুলিশ পরিদর্শক মো. মনসুর আলীকে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। মনসুর আলী আজ রোববার বিকেলে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেছেন। সোমবার তিনি কাহারোলের ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে রাসমেলায় বোমা বিস্ফোরণে আহত ছয়জন দিনাজপুর মেডিকেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ওয়ার্ডের চিকিৎসক সহকারী অধ্যাপক সৈয়দ নাদের হোসেন জানান, চিকিৎসাধীন ছয়জনের মধ্যে উমাকান্ত রায়, আব্দুল জব্বার ও সাধন রায়ের শরীরে স্প্লিন্টার রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয়েছে।