বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মুন্সীরহাট বাজারে ডাকাতির ঘটনায় বাজারের ব্যবসায়ী নুরউদ্দিন সুমন বাদী হয়ে শনিবার কমলনগর থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ আজ রোববার ভোররাতে অভিযান চালিয়ে সদর উপজেলার চরঠিকা এলাকা থেকে বেল্লাল (৩২) নামে এক যুবককে আটক করেছে। আটক বেল্লাল ওই এলাকার আবদুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার গভীররাতে একদল সংঘবদ্ধ ডাকাত অস্ত্রেরমুখে ওই বাজারের পাহারাদার ও ব্যবসায়ীদের বেঁধে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয়। এ সময় বাধা দেওয়ায় ডাকাতদল বাজারের সেক্রেটারি ওমর ফারুক মুন্সীকে (৪০) কুপিয়ে জখম করে।