আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও পৌরসভা নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে এখন গফরগাঁও পৌরসভার নির্বাচন করতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. ইমান আলী এই আদেশ দেন। আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
এর আগে ২২ ডিসেম্বর গফরগাঁও পৌরসভা নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে পৌরসভার সঠিক সীমানা নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদেশ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার সাথে সাথে পৌর এলাকার ভোটারদের মধ্যে উৎসাহ ফিরে আসে। পৌর নির্বাচনের প্রার্থী, সর্মথক, কর্মীরা দু’দিন বিরতির পর প্রচারণা নেমে পড়েন।