টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার দুই মেয়রপ্রার্থী আওয়ামী লীগ মনোনীত খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও বিএনপি মনোনীত এসএমএ ছোবহান আপিল শুনানিতে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ে আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক মাহবুব হোসেন প্রার্থীদের উপস্থিতিতে আপিল শুনানি গ্রহণ করে এ আদেশ প্রদান করেন।
গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন এবং বিএনপি মনোনীত প্রার্থী এসএমএ ছোবহানের মনোনয়নপত্র বাতিল করেন।
তারা এ বাতিল আদেশের বিরুদ্ধে ৭ ডিসেম্বর জেলা প্রশাসকেএ আপিল দায়ের করেন।
প্রার্থিতা ফিরে পেলেন লক্ষ্মীপুরের ৩ কাউন্সিলর প্রার্থী
লক্ষ্মীপুরের তিনটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া সাত কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থিতা ফিরে পেয়েছন। এর আগে গত ৫ ও ৬ ডিসেম্বর যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং অফিসাররা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হচ্ছেন– রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফেজ ফজলুল করিম, রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অপরূপ দাস এবং একই পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী পারভীন আক্তার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন অভিযোগে রামগতি, রায়পুর ও রামগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসাররা সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। পরে তাদের মধ্যে রামগতি পৌরসভার দুজন, রায়পুর পৌরসভার দুজন এবং রামগঞ্জ পৌরসভার একজন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে আপিল করেন। আপিল শুনানি শেষে জেলা প্রশাসক তাদের দুজনের আবেদন খারিজ করে অপর তিনজনের প্রার্থিতা বহালের রায় দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সোহেদ সামাদ শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে জানান, ওই তিনজন প্রার্থিতা ফিরে পাওয়ায় জেলার তিনটি পৌরসভায় এখন কাউন্সিলর পদে ১৫২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী রয়েছেন।