রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে শিশু মিমি হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কোর্ট পরিদর্শক সাইদুর রহমান জানান, রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হক আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন মিমির সৎমা আরজিনা বেগম (৩৫), মিমির খালু মাসুদুর রহমান মাসুদ (৪০), প্রতিবেশী আব্দুর রউফ (৩০) এবং আবুজার রহমান (২২)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন পারভেজ জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও হত্যার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাই তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আট বছরের শিশু মাহফুজা আখতার মিমি ২৭ ডিসেম্বর সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তার পিতা ওয়েল্ডিং মিস্ত্রি মাহবুবুর রহমান মিমির সন্ধান চেয়ে শহরে মাইকিং করেন। ওই দিন বিকেলে দুর্বৃত্তরা মোবাইলে মিমিকে অপহরণ করা হয়েছে জানিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ চায়।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে দিনাজপুর উপশহর ব্লক ৭/এ এর একটি মজাপুকুরে বস্তাবন্দি মিমির লাশ পাওয়া যায়।