রতন সিং, দিনাজপুর: মিমির খুনিদের ফাঁসির দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বুধবার সকালে শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড়ের মিমির হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচিপালন করে ইসলামি রিচার্স সেন্টার মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী।
পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর আবু তৈয়ব দুলাল, শাহীন সুলতানা বিউটি, মিমির বাবা মাহবুবুর রহমান, মা শিউলি বেগমসহ অন্যরা।
২৭ ডিসেম্বর সকালে দিনাজপুরেরর উপশহর ব্লক ৭/এ এর বাড়ির সামনে খেলার সময় আট বছরের শিশু মাহফুজা আক্তার মিমি অপহৃত হয়। ১ জানুয়ারি শুক্রবার সকালে বস্তাবন্দি অবস্থায় মিমির লাশ উদ্ধার করা হয়।
মিমির বাবা মাহবুবুর রহমান কোতয়ালী থানায় সৎমা আরজিনা বেগমসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। এর মধ্যে এজাহারভুক্ত আসামী মিমির খালু রিন্টু রহমান ও গৃহশিক্ষক মাসুদুর রহমান মাসুদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।