বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: কমলনগর উপজেলার হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।
বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে মঙ্গলবার দুপুরে তিনি ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠ দান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। খোঁজখবর নেন তাদের পড়া-লেখা, খাওয়া-দাওয়া, খেলাধুলা ইত্যাদি বিষয়ের।
এর আগে তিনি উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজিরহাট মিল্লাত একাডেমি পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিদর্শনের অংশ হিসেবে তিনি হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিলেও হাজিরহাট মিল্লাত একাডেমির নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বেশ কয়েকটি ক্লাস নেওয়ার কথা ভবছেন।