তিন বিষয়ের বই পায়নি মধুপুরের ২২ হাজার শিক্ষার্থী

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিন বিষয়ের বই পৌঁছেনি। এতে ২২ হাজারের বেশি ছাত্রছাত্রীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলায় এ বছর তৃতীয় শ্রেণির বইয়ের চাহিদা ছিল ৮ হাজার ২৫ সেট, চতুর্থ শ্রেণির বইয়ের চাহিদা ৭ হাজার ৪৭৫ সেট এবং পঞ্চম শ্রেণির বইয়ের চাহিদা ৬ হাজার ৭৫৮ সেট। সব মিলিয়ে ২২০টি সরকারি-বেসরকারি স্কুলের এই তিন শ্রেণির ২২ হাজার ২৫৮ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা পাঠানো হয়।

সারাদেশে ১ জানুয়ারি সকল ক্লাসের বই বিতরণের কথা থাকলেও মধুপুর উপজেলায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম বিষয়ে কোনো বই  যথাসময়ে না পৌঁছায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়নি। বই না পাওয়ায় শিক্ষকরাও তিনটির বেশি ক্লাস নিতে পারছেন না।

এ বিষয়ে মধুপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন বলেন, পাশের অন্যান্য উপজেলায় বই চলে এসেছে। এ উপজেলায়ও শীঘ্রই বই চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.