জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় জৈব পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন সবজিও প্রদর্শিত হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও লেডিস ক্লাব বৃহস্পতিবার মেলার আয়োজন করে।
বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা আর খাদ্য নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর জন্য এই আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তরা। বিবিখানা, দুধ চিতই, নকশী, ঝিনুক, পাটিসাপটা, চন্দ্রপুলিসহ নানা রকমের পিঠা প্রদর্শিত হয় মেলায়। এছাড়া জৈবসারে উৎপাদিত বিভিন্ন সবজিও প্রদর্শিত হয়।